দেলোয়ার হোসেন:
লাকসামে হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বুধবার ২ এপ্রিল সকালে লাকসাম থেকে গোবিন্দপুরে পৌঁছান তিনি। এদিকে গোবিন্দপুরে তার আগমনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সন্মানিত সদস্য শাহিন মিয়ার বাড়ির সামনে ফুলের তোড়া নিয়ে শতশত নেতাকর্মীরা আগেই উপস্থিত হয়। মোহাম্মদপুরে আসার আগে থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো গোবিন্দপুরের মোহাম্মদপুর এলাকা। নেতাকর্মীদের এমন ঢল যেন এক মিলন মেলায় পরিনত হয়েছে পুরো এলাকাটি।
গাড়ি থামার সাথে সাথেই জননেতা আবুল কালাম কে উষ্ণ অভ্যর্থনা জানান, বিএনপি তার তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা বিএনপির সন্মানিত সদস্য ও গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সভাপতি মো: শাহিন মিয়া। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) লাকসাম উপজেলার সাবেক সহসভাপতি মাষ্টার লেয়াকত আলী, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কালাম বাবুর্চি, ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি আব্দুল করিম সেলিম , ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি কালাম, বিএনপি নেতা খোকন, এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: সোহাগ , যুবদল নেতা রাজু,ইব্রাহিম,হেলাল,রুবেল প্রমুখ। পরে মোটর সাইকেলের বহর নিয়ে ছাদ খোলা মাইক্রোবাসে
মনোহরগঞ্জের হাসনাবাদের উদ্দেশ্যে রওনা দেন এ কেন্দ্রীয় নেতা।
এদিকে হাসনাবাদে তার আগমনের খবরে হাসনাবাদ মহাসড়কের দু’পাশে শতশত সাধারন মানুষ ও নেতাকর্মীর তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আগে থেকেই রাস্তায় সমাবেত হয়। মটর সাইকেলের বহর নিয়ে সেখানে পৌঁছলে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। পরে সেখেনে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে জননেতা আবুল কালাম বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এ আশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে দুঃসময়ের নেতাকর্মীদের কথা স্মরণ রাখার জন্য উপজেলার সকল নেতাদের প্রতি তিনি আহবান জানান।
এসময় লাকসাম-মনোহরগন্জ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের, শ্রমিকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সাথে উপস্থিত ছিলেন।
