আবদুল হান্নান মজুমদার পেড়িয়া হাইস্কুলের সভাপতি নির্বাচিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা, কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পেড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক এবং নাঙ্গলকোটের পেড়িয়া বড় বাড়ির কৃতিসন্তান আবদুল হান্নান মজুমদার।

গত ১ জুলাই ২০২৫, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক অনুমোদনপত্রে তাঁর এডহক কমিটির সভাপতির দায়িত্বের অনুমোদন দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক প্রশাসনিক ও একাডেমিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের চলমান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আবদুল হান্নান মজুমদার বিশিষ্ট শিক্ষক মাস্টার শফিকুর রহমানের যোগ্য সন্তান। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে শিক্ষাক্ষেত্র ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে এলাকার যুব সমাজকে শিক্ষামুখী ও ন্যায়নিষ্ঠ হতে উদ্বুদ্ধ করে চলেছেন।

পেড়িয়া হাইস্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। এলাকাবাসী ও অভিভাবক সমাজের সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক মহল ও স্থানীয়রা জানান, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *