শাহরাস্তি সংবাদদাতাঃ
শাহরাস্তি যুব ও ক্রিড়া সংসদ (শাযুকস)এর আয়োজনে “আন্ত:প্রজন্ম সংহতিঃ কাউকে ফেলে রেখে নয়, বরং সবাইকে নিয়ে সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর বুকে নৌ-আনন্দ ভ্রমণ এর মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই আগষ্ট শুক্রবার পড়ন্ত বিকেলে ডাকাতিয়া নদীর বুকে এই আলোচনা সভা ও আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়।
একটি সামাজিক সংহতি ও সম্প্রীতির মানবিক মূল্যবোধের স্বপ্ন নিয়ে মূল চালিকাশক্তি যুবকদের উদ্যোগে জীবন চলার পথকে মসৃণ করার জন্য জীবনলব্ধ শিক্ষা ও সঠিক অভিজ্ঞতা দিয়ে মানুষকে সঠিক পথপ্রদর্শনে সহায়তার লক্ষ্যে এই যুব দিবসের আয়োজন করা হয়।
শাযুকস এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাযুকস এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও প্রধান আলোচক সংসদের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মো.মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাযুকস এর উপদেষ্টা বাদশা ফয়সাল ও মাওলানা মাইনউদ্দিন ও প্রধান সমন্বয়ক শাহ আলম ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, যুবকদের কথা- কাজ ও উদ্যোগগুলোর পাশাপাশি তাদের জীবনের অর্থবহ দিক ও সার্বজনীনতা সবার কাছে তুলে ধরা এবং স্বীকৃতি দেয়া এ দিবস পালনের মূল লক্ষ্য।
আর এ যুব দিবসের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে কাজ করছে যুবকদের ব্যক্তিত্ব, নৈতিক চরিত্র ও পেশাগত উন্নয়ন নিয়ে তেমনই একটি সংগঠনের নাম শাহরাস্তি যুব ও ক্রিড়া সংসদ।
বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই তরুণ ও যুবক। তারাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর।
আনন্দ ভ্রমনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকগন যথাক্রমে সেফায়েত উল্যাহ ফিরোজ,আহসান হাবীব পাটোয়ারী, মো.জাকির হোসাইন ও ইব্রাহিম খলিল সহ সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।