আন্তর্জাতিক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে সিদ্ধান্ত

আন্তর্জাতিক আরো জাতীয় বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ
গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫০ ডলার কমে গেছে। এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজার স্বর্ণের দাম কমার জন্য অপেক্ষা করতে হবে সোমবার (১৩ নভেম্বর) পর্যন্ত।

বিশ্ববাজারে স্বর্ণের লেনদেনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৯৯২ ডলার। সপ্তাহ শেষে তা কমে এক হাজার ৯৩৮ ডলারে চলে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে ৫৪ ডলার।

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়। সোমবার বৈঠকে বসার পরিকল্পনা করেছে কমিটি।

সর্বশেষে গত ৬ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে ৮৫ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণেরদাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৭১ হাজার ৩২৫ টাকা। বর্তমানে দেশের বাজারে এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.