কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি
সারা দেশের ন্যায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে বিশ্ব শান্তি, রোহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষার লক্ষে আজ ২ অক্টোবর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে বিশ্ব শান্তি, সহিষ্ণতা, সহনশীলতা এবং অহিংস সংস্কৃতির সুরক্ষা করতে আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে উদযাপনের ঘোষণা করা হয়৷ এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে৷
দি হাঙ্গার প্রজেক্ট ২০১৭ সাল থেকে পিস ফেসিলিটিটর গ্রুপ (সিএসজি) ও সুজন এই দিবসটি বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে সারা দেশে পালন করে আসছে৷
এই ধারাবাহিকতায় পিএনজি লাকসাম ইউনিট আজ লাকসাম হাউজিং মসজিদের সামনে এই মানববন্ধন পালন করেছে৷
দি হাঙ্গার প্রজেক্ট মনে করে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপনকে গভীর তাৎপর্য পুণ্য বিবেচনা করা হয়৷ অনেক অর্জনের মধ্যেও নির্বাচনকে ঘিরে সহিংসতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশ যাচ্ছে৷ এই জন্য দ্যা হাঙ্গার প্রজেক্ট, আন্তর্জাতিক অহিংস দিবসে দাঁড়িয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা, তথা বিশ্ব মানবতার শান্তির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানান৷
মানববন্ধন কর্মসূচিতে পিএফজি লাকসাম এর সমন্বয়ক জাফর আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি ও পিএফজি সদস্য মীর মোহাম্মদ আবুবাকার, অ্যাম্বাসেডর নাজমুন নাহার নূপুর, নূরে আলম মানিক, পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, রপিকুল ইসলাম হেলাল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেড র বিকাশ চন্দ্র সাহা সদস্য সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, নাজনীন আক্তার নিপা, বিএফজি লাকসাম ইউনিটের সদস্যবৃন্দ ও ইয়াথ গ্রুপের এম্বাসেডরও অন্যান্য সদস্যবৃন্দ৷ এই মানববন্ধন কর্মসূচীতে সম্পৃক্ত হন স্থানীয় জনগন।