কুমিল্লা আদর্শ সদর উপজেলার মিয়ামী প্যাকেজিং ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সদরের বড় আলমপুর এলাকার এ ফ্যাক্টরিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে।
কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।
তবে ফ্যাক্টরিতে পলি প্যাকেজিং থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় আরও ২টি ইউনিটকে খবর দেয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন,গোডাউনে মিয়ামী বেকারির পরিত্যাক্ত মালামালের অংশ থেকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।