আব্দুল মজিদ মল্লিক, আত্রাই থেকেঃ নওগাঁর আত্রাইয়ে পুলিশের এক বিশেষ অভিযানে গোপন সংবাদ উপর ভিত্তি করে ১ জন মাদক ব্যাবসায়ীকে নিজ বাড়ী থেকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।
উপজেলার বেওলা গ্রামের মোঃ আহাদ আলী ওরফে ফারু সরদারের ছেলে মোঃ জালাল উদ্দীন ওরফে জলিল (৪৫) কে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জালাল উদ্দীন ওরফে জলিল একজন মাদক ব্যাবসায়ী। তার নামে থানায় ৮টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
এছাড়াও অন্য একটি মামলায় পারব্রজপুর গ্রামের মোঃ মুনছের আলীর ছেলে মোঃ আব্দুল হান্নান (৩৭) নামে এক ওয়ারেন্টভুক্ত আাসামীকে গ্রেফতার করা হয়েছে।
এই বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর সাথে মোবাইলে ফোনে কথা বললে তিনি জানান – আত্রাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এবং তার বিরুদ্ধে আত্রাই থানায় ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারনীয় ১৯(ক) ধারায় মামলা দায়ের করে গতকাল সোমবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।