আত্মহত্যা!!

আইন-অপরাধ আরো ইসলামিক পরিবেশ শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

হাজী কাজী নজরুল ইসলাম:

সবাইর দেহটা আল্লাহর মালিকানা
আমরাও আল্লার।
আমার দাবিদার আমি করিলেও
মির্থাই আবদার।

আমাকে লালন আল্লাই করিতেছে
খাওয়ান পরান আল্লাহ।
ব্যতিক্রম ভাবিলে আমল চলে যায়
ভাবাটাই যাবে জল্লা।

তাইতে জীবনে যে দুঃখ আসে প্রাণে
সহিবার ক্ষমতাও দেন।
দুঃক্ষের সময় পার করাইয়াই তিনি
আনন্দ ফিরিয়ে দেন।

অহেতুক জীবনে আত্মহত্যা করিলে
জান্নাত হারাম হয়।
লাশ ঘরে, কলিজা কাটি মাথা খুলে
পরীক্ষা করিয়া লয়।

দুনিয়ায় অত্যাচার হাসরের বিচারে
জাহান্নাম হয় আপন।
তাইতে আত্মহত্যায় বারন করিতে
সামান্য এই উদাহরণ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.