হাজী কাজী নজরুল ইসলামঃ
দেহখানা মোর আল্লাহর সম্পদ
আমিও আমার নই।
তবুও আমাকে, আমার নিয়েই
কেন এত হই চৈ।
কোথায় ছিলেম, কোথায় এলাম
ফিরে যাব আমি কই।
সেখানেই প্রভু পড়তে বলিয়াছেন
কোরআন হাতে লই।
আজি কোরআনের বাণী যার প্রাণে
সেইতো জানিতে পারে।
জানার মাঝেতে গ্রহনের কার্যকারীতা
এড়িয়ে যেতেই পারে।
ধৈর্য্য মানুষেরে সহজ করে দিয়ে যায়
যাঁহার ধৈর্য্য অনুকূলে।
তাহারেই পঁছন্দ করিয়া মালিক সাঁই
তাহারেই ভালো বাসে।
আত্মহত্যা কোন সংকট সমাধান নয়
এ, বড় ধরনের অন্যায়।
আল্লাহর প্রদত্ত আমি নামের সম্পদ
আল্লাহতে ফিরে যায়।
কোরআনের আলো যার প্রাণে নাই
সেইতো বিপদগ্রস্থ।
আলোর পথকে পদদলিত করিয়া
অন্ধকারে বাড়ায় হস্ত।
স্বজনে ভালোবাসার ঘাটতি রহিলে
অনুতেও নাহি দিবে ছাড়।
ন্যয়ের, অন্যায়ের বিচার করিবেন
মালেক পরোওয়ার।
০৩/০২/২০২২ইং