আচরণ বিধি লঙ্ঘন; চেয়ারম্যান প্রার্থী মুকুল-রানা ও সদস্য প্রার্থী ফখরুলকে অর্থদন্ড

আইন-অপরাধ আরো পরিবেশ রাজনীতি সারাদেশ সিলেট
শেয়ার করুন...

জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে আচরণবিধি লঙ্গণ করে মিছিল-শোডাউন ও জনসভা করায় ২ চেয়ারম্যান এবং ১ সদস্য প্রার্থীকে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- ১১নং গজনাইপুর ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুর রহমান মুকুল (আনারস প্রতীক), ৭ নং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নির্মলেন্দু দাস রানা (ঘোড়া প্রতীক) ও ৪নং দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম জুয়েল (ঘুড়ি প্রতীক)।
জানা যায়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় দাপে নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে ২৩ নভেম্বর (মঙ্গলবার) দিনব্যাপি উপজেলার বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্তে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। এসময় আচরণ বিধিমালার ৭, ১১ ও ১৩নং বিধি লংঘন করে মিছিল-শোডাউন/জনসভা করায় ১১নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমদাদুর রহমান মুকুল (আনারস প্রতীক)-কে ৫ হাজার টাকা, ৭নং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাস রানা (ঘোড়া প্রতীক)-কে ৫ হাজার টাকা ও ৪নং দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ফখরুল ইসলাম জুয়েল (ঘুড়ি প্রতীক)-কে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহŸান করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। আচরণ বিধি লঙ্গন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.