আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৪

আইন-অপরাধ আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার মামলার প্রধান আসামী এম শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের রাতেই রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। তারা সবাই জামালপুর শহরের বাসিন্দা।

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল এম এ রশিদ হাসপতাল এবং জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আসামীরা। এই ঘটনায় শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে এবং গত রাতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে। তবে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, তাই আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এছাড়া, বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর হাসপাতালের পরিচালক ও একজন কর্মচারী পৃথক দুটি মামলা দায়ের করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.