আগুনে পুড়লো প্রতিবন্ধি খাদিজার বসত ঘর, মানবেতর জীবন যাপন

আবহাওয়া আরো চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কচুয়া সংবাদদাতাঃ
ভয়াবহ অগ্নিকান্ডে শ্রবন ও বাক প্রতিবন্ধি খাদিজার বসত ঘর পুড়ে ছাই হয়েগেছে । অন্যের বাড়িতে কাজ করে ও মানুষের সাহায্য নিয়ে তৈরি করেছিল পুরে যাওয়া সে টিনের ঘরটি । ঘটনাটি ঘটেছে ৩০ জুন ভোর রাতে কচুয়া থানা সংলগ্ন জোয়াগ ইউনিয়নের সুবিধপুর গ্রামের সর্দার বাড়িতে ।

জানাগেছে ওই দিন মধ্যে রাতে খাদিজার বসত ঘরে আগুন জ্বলতে দেখতে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করে ততক্ষনে খাদিজার স্বপ্নের বসতঘর পড়ে ছাই হয়ে যায় ।

ঘটনার দিন খাদিজা ও তার স্বামী কেউ বাড়িতে ছিলনা পরদিন লোকজনের মুখে শুনে বাড়িতে এসে দেখে অবশিষ্ট কিছুই রইলো না।

সংবাদ পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, আওয়ামী লীগ নেতা জামাল হোসেন ও ইউপি সদস্যসহ অগ্নিকান্ডের ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং সরকারিভাবে সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন ।

আগুনে বসত ঘর পুড়ে যাওয়ার ফলে শ্রবন ও বাক প্রতিবন্ধি খাদিজা মানবেতর জীবন যাপন করছে।

খাদিজার স্বামী ওই গ্রামের হানিফের ছেলে হেলাল অসুস্থ্য বেকার কোন কাজ কর্ম করে না । খাদিজার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। ছেলেকে অথের্র অভাবে এতিম খানা মাদ্রাসায় ভর্তি করেছে ও ৬ বছরে মেয়েকেও মহিলা মাদ্রসায় ভর্তি করেছে। খাদিজা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে সংসার চালাতো ।

স্থানীয় এলকাবাসী অসহায় শ্রবন ও বাক প্রতিবন্ধি খাদিজার পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও বৃত্তবানদের পাশে থাকার আহবান জানিয়েছেন ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.