কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীনতা অর্জন করে যখন তিনি নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছিলেন তখনই ঘাতকেরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে। তবে ঘাতকদের ষড়যন্ত্র সফল হয়নি কারণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার হাত ধরে আজ বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এক সময় বাংলাদেশকে ভিক্ষুকের জাতি বলা হতো। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।’
এ সময় মো. তাজুল ইসলাম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহবান জানান৷
তিনি আরো বলেন, যেহেতু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাই একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে চাই। আগামী ৭ তারিখ নির্বাচন হবে, সবাই ভোটকেন্দ্রে যাবেন৷ আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাল্লাহ৷
কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার লাকসাম পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে সোমবার (১ জানুয়ারি ) বিকালে ৫,৬,৭-নং ওয়ার্ডের বিএনহাই স্কুল মাঠ, আল-আমিন ইনিষ্টিটিউট মাঠ ও গাজীমুড়া কামিল মাদরাসার মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভাইয়া, সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা, পৌরসভার কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু, মুনছুর আহমেদ মুন্সী, শাহাজান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।