আগামী ২০ ফেব্রুয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা সফল করার লক্ষে লাকসাম বিএনপি’র প্রস্তুতি সভা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধিঃ
স্বনির্ভর দেশ গড়ার অন্যতম রোডম্যাম হচ্ছে তারেক রহমানের ৩১ দফা, সারা দেশে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক বাংলাদেশ বিনির্মান সম্ভব, ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসাবে আগামী ২০ ফেব্রুয়ারী কুমিল্লার লাকসামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় লাকসাম বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদলের সভাপতিত্বে লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শাহ আলমের প্রানবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
তিনি আগামী ২০ ফেব্রুয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের আহব্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের কারিশমেটিক নেতৃত্বে দল ও দেশ এগিয়ে যাবে।
তারেক রহমানের ৩১ দফা একটি মাইল ফলক পদক্ষেপ ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হবে গণতান্ত্রিক খোদা ও দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ, দলের সিদ্ধান্ত ও নির্দেশনা অমান্য করলে এবং জনস্বার্থ বিরোধী কোন কাজে কোন নেতাকর্মী জড়িত থাকলে তার দল করার কোন এখতিয়ার নাই।
আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিতি ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডা.নূরুউল্লাহ রায়হান, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোশারফ হোসেন মশুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.