আগামী নির্বাচনে কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আরো করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ৯ প্রার্থী !মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ‍্যে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা কামাল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার, জাকের পার্টি প্রার্থী টিপু সুলতান, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম (নৌকা) বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী সৈয়দ ড. রেজাউল হক চাঁদপুরী (ফুলের মালা) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. আবু বাকার (চেয়ার) জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা কামাল (নাঙ্গল) কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন (গামছা) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেনের (মোমবাতি) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদিকে হলফনামায় তথ‍্য গোপন রাখায় এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, জাকের পার্টি প্রার্থী টিপু সুলতান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রার্থী মনিরুল আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী হাসান মিয়া।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.