আগামীকাল শেষ ২২ দিনের নিষেধাজ্ঞা জেলেরা নামবে সাগরে, ইলিশ আহরনে

অর্থনীতি আবহাওয়া আরো খুলনা বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
আগামীকাল ০২ নভেম্বর মধ্য রাতেই জেলেরা নামবে সাগরে ইলিশ আহরনের জন্য।
১২ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ রক্ষা অভিযানে সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হবে ২ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২ টায়। এ জন্য জেলেরা নদীতে ইলিশ আহরণের জন্য প্রস্তুতি নিয়েছে।
অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষ হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে মৎস্যশ্রমিকদের মধ্যেও। উপকূলীয় জেলা বরগুনার প্রত্যন্ত জেলেপল্লিতে দম ফেলার ফুরসত নেই কারও। সমুদ্রযাত্রার জন্য রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই।

উপকূলীয় এলাকায় অধিকাংশ মানুষ মৎস্য আহরণ ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। জেলেদের অধিকাংশই গুল্টিজাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করে। কিন্তু এক শ্রেণির অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ আহরণ করে থাকে। ২২ দিন বেকার থাকার পর জেলেরা ইলিশ ধরতে ইতিমধ্যে নৌকা ও জাল মেরামত করে প্রস্তুতি নিচ্ছে। জাল ও নৌকা মেরামত কাজে জেলেরা ব্যস্ত সময় পার করে। জেলারা বলেন, মা ইলিশ না ধরার জন্য সরকার যে অভিযান দেয়, আমরা তা মানি। তবে সাগরে কাঙ্ক্ষিত মাছের দেখা পেলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে যাবে বলে দাবি জেলেদের।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.