আওমীলীগকে হটানোর চেষ্টা চলছে; আমাদের অপরাধ কোথায়?

জাতীয় রাজনীতি
শেয়ার করুন...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে কামাল হোসেন, মান্নার মতো নেতারা, বাম দল, কমিউনিস্ট পার্টি সবাই একজোট হয়ে নাকি আওয়ামী লীগ সরকারকে হটানোর চেষ্টা করছে।

কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার (২০ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউটে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে অংশ নেন।

তিনি বলেন, দেশের কিছু নেতা দুঃসময়ে মানুষের পাশে কোনো সাহায্য করেছে কি না, তার কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু তারা খুব ব্যস্ত আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। এখানে বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে ডা. কামাল হোসেন, মান্নার মতো নেতারা, বামদল, কমিউনিস্ট পার্টি- সবাই একজোট হয়ে নাকি আওয়ামী লীগ সরকারকে হটাবে। আমাদের অপরাধ কোথায়?

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতীয় লক্ষ্য বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ। দেশের উন্নয়ন তাদের ভালো লাগেনি বলেই কি তারা আমাদের বিরুদ্ধে নেমেছে। মানুষ এখন একটু সুযোগ-সুবিধা নিয়ে বাঁচতে পারছে, এটাই কি আমাদের অপরাধ।

এ সময় কৃষি ও কৃষকের জন্য সরকারের নানান কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের মানুষকে কেন্দ্র করে; যার সুফল মিলছে। করোনা সংকট কাটিয়ে সরকার দেশ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি, টিকাসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.