আইওআরএ’র সম্মেলনে বৃটিশ ও মার্কিন মন্ত্রীসহ ৫০ অতিথি ঢাকা আসছেন

আন্তরজাতীক আন্তর্জাতিক ঢাকা পরিবেশ প্রবাস
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশনের (আইওআরএ)-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী এবং মার্কিন উপ-সহকারী মন্ত্রীসহ ১২ দেশের গুরুত্বপূর্ণ ৫০ অতিথি ঢাকা আসছেন আগামী সোমবার। ওইদিন থেকে ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আইওআরএ সম্মেলন। যার প্রথম দু’দিন হবে কর্মকর্তাদের আলোচনা। আর সমাপনী দিনে হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে ইন-পারসন বা সশরীরে ১২ দেশের অতিথির অংশগ্রহণ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, চীনসহ অন্তত ২০টি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। যার মধ্যে একাধিক পররাষ্ট্র ও উন্নয়নমন্ত্রী রয়েছেন। গণটিকা কর্মসূচিসহ বহুমুখী উদ্যোগে দুনিয়াজুড়ে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেই বিবেচনায় সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ পার্টনারদের সশরীরে এবং ভার্চ্যুয়াল- উভয় ফর্মে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রেখে ভারত মহাসাগর বিধৌত অঞ্চলের উন্নয়নে গঠিত জোট আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের ২১তম সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
আয়োজক ঢাকার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে জোটের ২৩ সদস্য আর ৯ ডায়ালগ পার্টনার রাষ্ট্র তাদের নিজ নিজ প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করেছে। যার মধ্যে বৃটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মন্ত্রী লর্ড তারিক আহমেদ অব উইম্বলডন, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী জিএল পেইরিস, তাঞ্জানিয়ার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাসহিমবা মাসহুরি নকী, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. পেন্ডুর, সোমালিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী মো. আবদিরাজাক মোহামুদ, কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী দইহির দৌল কামাল, মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী কেলি কেইদারলিং, সংযুক্ত আরব আমিরাতের সহকারী মন্ত্রী আবদুল নাসের আল সালি, মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খালিল, মাদাগাস্কারের পররাষ্ট্র সচিব রাতসিমান্দ তাহিরিমিকাদাজা, কেনিয়ার চিফ এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি আবাবু নামওয়াম্বা সশরীরে অংশ নিচ্ছেন। তাছাড়া ভার্চ্যুয়ালি অস্ট্রেলিয়া, ইরান ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী, চীনের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ এবং ভারতের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের তৎপরতা যত বৃদ্ধি পাচ্ছে ভারত মহাসাগর বিধৌত ওই জোটের গুরুত্ব ততই বাড়ছে। ঢাকা সম্মেলনের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আইওআরএ’র চেয়ারম্যানশিপ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। চ্যালেঞ্জিং ওই দায়িত্ব গ্রহণের প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়েছে। আসন্ন সম্মেলনের সমাপনীতে জোটের ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ক পরিকল্পনা ‘ঢাকা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। সম্মেলনকে সামনে রেখে ঢাকার একাধিক পাঁচতারা হোটেলসহ গোটা শহরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে কূটনৈতিক এলাকা গুলশান, বনানী ও বারিধারাকে নিরাপত্তা বলয়ে নেয়া হয়েছে। সম্মেলনের ভেন্যু রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ পাঁচতারা হোটেল ও তার আশপাশের এলাকা সিসিটিভি’র আওতায় আনা হচ্ছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.