মোংলা সংবাদদাতাঃ
বৃষ্টি! এর চোয়ে আনন্দের খবর আজ মোংলায় কিছুই ছিলনা। দীর্ঘ তিন মাস পর শুক্রবার (১৭ জুন) স্বশ্তির বৃষ্টির দেখা মেলে। এতে কিছুটা প্রশান্তির অনূভুতি পায় স্থানীয়রা। সাথে খাবার পানিরও ব্যবস্থা হলো। এর আগে দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি হলেও দীর্ঘ কয়েকমাস ধরে বৃষ্টি নাই মোংলায়। এ কারণে মোংলা পৌরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টির জন্য গত সপ্তাহে দু’ দফায় মুসল্লীদের নিয়ে হয়েছে বিশেষ দোয়াও। এদিকে টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ায় পানীয়জলের সংকটে পড়েছিল স্থানীয়রা। প্রচন্ড তাপদাহে পৌরসভার পানি সংরক্ষণের পুকুর দুটি শুকিয়ে চৌচির হয়ে যায়। এতে পানি না পেয়ে বেকায়দায় পড়েন প্রায় দুই লাখ বাসিন্দা। পৌর শহরের বাসিন্দা নিজাম উদ্দিন, ইব্রাহিম হোসেন ও মাছুমা আক্তার বলেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও কয়েকমাস ধরে আমাদের এখানে বৃষ্টি নাই। লবন অধ্যুষিত এলাকা হওয়ায় খাবার পানির উৎস বলতে বৃষ্টির পানি। আর সেই বৃষ্টি না হওয়ায় কারবালার মত ত্রাহি অবস্থা হয়েছে। প্রতিদিন খাবার পানি কিনে খাওয়ারও সাধ্য ছিলনা। তবে আজ সন্ধ্যায় মুশলধারে বৃষ্টি শুরু হওয়া সে অবস্থার মুক্তি মিলেছে। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।