অবশেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

করোনা আপডেট রাজনীতি
শেয়ার করুন...

অনলাইন ডেস্ক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ঘোষণা দেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা শুনেছি। এরই পরিপ্রেক্ষিতে পার্টির চেয়ারম্যানের পক্ষে আমি ঘোষণা করছি- জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। কোনো জোট না, আমরা ৩০০ আসনে নির্বাচন করবো। অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি।

তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। ভোটকেন্দ্রে এসে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।

এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছিল জাতীয় পার্টি (জাপা)।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.