অনুশীলন মাঠেই রিয়াদের ইমামতিতে ক্রিকেটারদের নামাজ

আন্তরজাতীক আন্তর্জাতিক ইসলামিক খেলা পরিবেশ প্রবাস
শেয়ার করুন...

বুধবার (২৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তার আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন সেরেছে টাইগাররা। সেখানে বেশ ঘাম ঝড়াতে দেখা গেছে সাকিব-মুশফিকদের।
এখন বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটারই নিয়মিত নামাজ পড়ে থাকেন। যখন এক সঙ্গে থাকেন, তখন নিজেরাই জামাত করে নেন। মঙ্গলবারও একই চিত্র দেখা গেছে। অনুশীলন শেষে জামাতের সহিত দলবেধে নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা।

আর ইমামতির দায়িত্ব পালন করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য দেশ কিংবা দেশের বাইরে যেখানেই খেলা হোক না কেন, বাংলাদেশ দলের অঘোষিত ইমাম রিয়াদ। সূত্রঃ ইত্তেফাক

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.