মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় তারা সাজেক থেকে রওনা হয়।
পর্যটক বহরে ছিল পিকআপ-চাঁদের গাড়ি, সিএনজি ও মোটরসাইকেল। নিরাপদে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন পর্যটকরা।
খাগড়াছড়ি জেলা সদরে ১৮ সেপ্টেম্বর ফার্নিচার ব্যবসায়ী মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য অঞ্চলে। প্রতিবাদে শনিবার থেকে শুরু হয় ৭২ ঘণ্টার সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচি।
আকস্মিক ধর্মঘটে সাজেকে আটকা পড়েন পর্যটকরা। অশান্ত পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। হাট-বাজারে আগের মতো বাঙালিদের পাশাপাশি পাহাড়িদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।