মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-সুনামগঞ্জের তাহিরপুরে ২৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)। আটককৃতরা হলো তাহিরপুর উপজেলার ছড়ার পাড় গ্রামের মৃত হেকমত আলীর ছেলে মোঃ সঞ্জব আলী(২২) এবং একই উপজেলার রহমতপুর গ্রামের মোঃ উসমানের ছেলে রায়হান(১৯)।
বিজিবি সূত্রে জানা যায়, লাউরগড় বিওপির জেসিও ৯০২৪ নায়েব সুবেদার মোঃ ইয়াহিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আজ সকাল সাড়ে ৯টায় সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থান হতে ২৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল এবং ০১ টি মোবাইল ফোনসহ তাদেরকে আটক করে।
অপরদিকে ডুলুরা বিওপির নম্বর ৫৭৭৪৫ হাবিলদার মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল আজ সকাল পৌনে ১১টায় সীমান্ত পিলার ১২১২/৬-এস এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নের পূর্ব ডুলুরা নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার কায়েরগাও গ্রামের পিতা- মৃত ফজর আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৩৫), একই গ্রামের মোঃ মারফত আলীর ছেলে মোঃ আশকর আলী (২২), নান্নু মিয়ার ছেলে মোঃ শাহজালাল মিয়া (২২), এবং ঝড়ঝড়িয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ আবুল কালাম (৪১)। আটককৃত মালামালের সিজার মূল্য ১,৬৩,৪০০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তসলিম এহসান পিএসমি আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।