তৌফিকুর রহমান সুনামগঞ্জ জেলা থেকেঃসুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধিগ্রহনকৃত ভুমিতে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পশ্চিদিকে অবস্থিত সুনামগঞ্জে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী মারুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো.জাভেদ মিয়া,সামিউল বারী,সোনিয়া আক্তার,মাহবুবা আক্তার,লিহান আহমদ,তানিম আহমদ,আবু হামজা,রাহুল হোসেন আরাফাত,তাসলিমা বেগম,আশিকুর রহমান,রুমা আক্তার,আল আমিন,খুদেজা বেগম, সুমাইয়া,সায়েন ইসলাম ও আরিফা সুলতানা আনহা প্রমুখ।
এতে শিক্ষার্থীরা বলেন,আমাদের শিক্ষাঙ্গনের নিজস্ব জায়গায়,জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী,আমাদের প্রিন্সিপাল স্যারের অফিস কক্ষের সম্মুখে অবৈধভাবে বেআইনী স্থাপনা নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করছেন। এছাড়াও নির্মিত ঐ বেআইনী স্থাপনার পিছন (পশ্চিম) দিকে কলেজ ছাত্রাবাসের প্রস্তাবাধীন ভুমি রয়েছে। আগামীতে ছাত্রাবাস নির্মিত হলে বর্তমান এই অবৈধ স্থাপনার কারণে ভবিষ্যতে ছাত্রাবাসে যাতাযাতের মারাতœক অসুবিধা হবে।
সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো.রজব আলী বলেন,কলেজ শিক্ষার্থীরা কেন এবং কি কারনে ? মানব বন্ধন করেছে আমি তা জানিনা। কলেজের অধ্যক্ষ বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানান তিনি।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.কামরুজ্জামান বলেন,আমাদের অফিসের জায়গায় স্থান সংকুলান হয়না বিধায় আমরা ইঞ্জিনিয়ারদের বসার জন্য অধ্যক্ষকের অনুমতি নিয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছি। শিক্ষার্থীরা যেহেতু আপত্তি দিয়েছে সেহেতু এর নির্মাণ কাজ বন্ধ থাকবে। তবে অবিষ্যতে আমরা আমাদের এই অস্থায়ী অফিস সরিয়ে নিলে আমাদের ভবনগুলো আলটিমেটলি সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মালিকানাধীন হবে।