সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২১ সংগঠনচ

আবহাওয়া আরো বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ রেদওয়ানুর হক শুভ, ববি প্রতিনিধিঃ সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও সাংবাদিক সহ ২১ টি সংগঠন। ইতোমধ্যে নিজেদের অর্থ দিয়ে ও বরিশালের বিভিন্ন এলাকায় সাহায্যের হাত বাড়ানোর জন্যে অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে।

গত (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনগুলো একত্র হয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের অর্থ সংগ্রহের কার্যক্রম (২০ জুন) থেকে শুরু করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভা, ৭১’র চেতনা, সমকালের সুহৃদ সমাবেশ,কুইজ সোসাইটি,বাঁধন,ডিবেটিং সোসাইটি,আইটি সোসাইটি,উচ্ছ্বাস, ক্যারিয়ার ক্লাব, নাট্যদল,ইচ্ছেফেরি,বিইউ রেডিও, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, সহ অন্যান্য সংগঠনগুলো যুক্ত হয়ে একটি ফান্ড গঠন করার প্রত্যয় গ্রহণ করেন।

বাঁধন কর্মী ও বন্যার্তদের ফান্ড গঠনের অর্থ সমন্বয়ক গাজী হাদিউজ্জামান জানান, আমরা প্রথমে বরিশালের বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ করবো। যদি অর্থের পরিমাণটা বেশি হয়,তাহলে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম সিলেটে পাঠাবো। আর যদি টাকার পরিমাণটা কম থাকে, তাহলে কোনো এক বিশ্বস্ত ফান্ডে টাকাগুলো দিয়ে দিবো।যাতে করে কিছুটাও হলেও সিলেটের বন্যার্তদের উপকারে আসবে।

স্বেচ্ছাসেবকদের মধ্যে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাইয়্যেবুল আমান বলেন- এ ধরনের মানবিক ও মহ্যৎ কাজের সাথে যুক্ত হতে পেরে আরো অনুপ্রেরণিত হয়েছি।

বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বরিশাল শহর বিভিন্ন পয়েন্ট ভাগ করে সংগঠন প্রতিনিধিরা তাদের ভলান্টিয়ার ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ফান্ড কালেকশন করছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানাই। মানবিক বিবেচনায় সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। সিলেটের এই ক্রান্তিকালে সমাজের বিত্তশালীদেরও আহ্বান থাকবে তাদের পাশে দাঁড়ানো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো এর আগেও উত্তরবঙ্গে সহ বিভিন্ন জায়গায় বন্যার্তদের সহায়তায় কাজ করে এসেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.