সিংড়ায় নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ ঈগল মার্কার সমর্থকদের বিরুদ্ধে

আইন-অপরাধ আরো করোনা আপডেট রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

সিংড়া (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোর-৩ সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী জুনাইদ আহমেদ পলক এর নির্বাচনী পোস্টার ছিড়ে রাস্তার মাঝে ফেলে দিয়েছে ঈগল মার্কার সমর্থকরা।

গতকাল রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কালিনগর ব্রীজ থেকে নুরপুর গ্রামের বাচ্চুর বাড়ি পর্যন্ত ঝুলানো পোস্টার কেটে, ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ঈগল মার্কার সমর্থকদের বিরুদ্ধে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রাম এলাকায় রাস্তার পাশে গাছে টাঙ্গানো আইসিটি প্রতিমন্ত্রী ও নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জুনাইদ আহমেদ পলক এর প্রার্থীর পোস্টার ছিড়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। নৌকার প্রার্থী পলকের পোস্টার ছেড়া দেখে স্থানীয়রা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রমিজুল করিম বলেন, পোস্টার ছেড়া নোংরামি কাজ স্বতন্ত্র ঈগল মার্কার সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শফিকের সমর্থকরা নোংরা কাজ করছে শান্তির এলাকায় অশান্তি সৃষ্টি করছে, ভবিষ্যতে পোস্টার যাতে কেহ না ছেড়ে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগলের প্রচারণার ট্রাকের উপর চড়ে নৌকার লাগানো পোস্টার কালিনগর ব্রিজ থেকে নুরপুর বাচ্চুর বাড়ি পর্যন্ত ঝুলানো ছিল , তা ট্রাকের উপর থেকে কেটে দিয়েছে, ঈগলের প্রচারণার ট্রাকের পেছনে দুটি মোটরসাইকেল ছিল তাদের হুকুমে নৌকার পোস্টার গুলো কাটানো হয়েছে।

নৌকা প্রতীকের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে হুকুম দাতা, সাদেকুল বাসাল পিতা মৃত মকবুল হোসেন, ফরিদুল ইসলাম ফরদু পিতা মৃত মজাহার, আজিজ পিতা বাদলা, মাহিদুল ইসলাম পিতা-মৃত চাঁদ আলী প্রামানিক, রহমান সরদার পিতা মৃত ফজু মিস্ত্রি।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা মার্কার সমর্থক মঈনুল হক চুনু বলেন, বিষয়টি খুব দুঃখজনক জুনাইদ আহমেদ পলকের জনপ্রিয়তা ঈর্ষণীয় হয়ে ঈগল মার্কার সমর্থকরা নৌকার পোস্টার ছিড়ে ফেলেছে।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা নাটোর বরাবর নৌকা মার্কার পোষ্টার ছেড়ার অভিযোগ করা হয়েছে,

সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.