সরিষাবাড়ীতে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

আইন-অপরাধ আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ‍্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব‍্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার দুপুরে পৌর এলাকার তালুকদার বাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত‍্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বুধবার দুপুরে সরিষাবাড়ী পৌর শহরের তালুকদার বাড়ী মোড় এলাকায় ৫টি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ীতে যান। এসময় হঠাৎ বৈদ‍্যুতিক শর্ট সার্কিটে মার্কেটে আগুনের উৎপত্তি হয়। পরে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ী খুশূ মিয়ার মনোহারী দোকান, পারভেজ মিয়ার ফার্মেসী, মিজু মিয়ার মনোহারী, ফয়জুল কবীর তালুকদার শাহীন এর সিমেন্টের দোকানসহ প্রায় ৫টি দোকান মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ টি দোকানে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খুশি মিয়া বলেন, দুপুরে খাওয়ার জন্য বাড়ী যাই। কিছুক্ষণ পর জানতে পারি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। আগুনে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব।

এ ব‍্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, বৈদ‍্যুতিক শর্টসার্কিটে আগুনের উৎপত্তি হয়। স্থনীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব‍্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.