সরাইল সদরের রাস্তার কি বেহাল দশা,ব্রীজ নয় যেন মরণ ফাঁদ

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

আব্বাসউদ্দীন:সরাইল প্রতিনিধি
সরাইল উপজেলা সদরে, সরাইল-অরুয়াইল রাস্তায় সরাইল বেপারী পাড়া নিকটস্থ ব্রীজটি দীর্ঘ দিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। কাছে গেলেই দেখা যায় এটি ব্রীজ নয় যেন মরণ ফাঁদ। এর পরও প্রায় দু,এক বছর যাবৎ ঝুকি নিয়ে চলছে যানবাহন ও সাধারণ মানুষ। ভুক্তভোগী অনেকেই জানান ব্রীজটির মাঝখানে ফুটো হয়ে যাওয়াই ও দুই পাশের রিলিং ভেঙে সমান হয়ে যাওয়াই যাবাহন চলাচল অনেক বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া উভয় পাশের রিলিং ভেঙে সমান হয়ে যাওয়াই এলাকার বৃদ্ধ ও অবুঝ শিশুদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
পূর্বপাশে মাঝখানে ফুটো হাওয়ার কারণে দুই পাশের সরু জায়গা দিয়ে কনো রকমে চলছে ছোট ছোট যানবাহন গুলি। কিন্তু পন্যবাহী যান ও রোগী নিয়ে যাওয়া আসা এম্বুলেন্স গুলো খুবই বিপদজনক ভাবে পারাপার করতে হচ্ছে। তবে যে সকল চালাকদের এই ব্রীজের মাঝখানে ফুটো সম্পর্কে ধারণা নেই, তারাই পরে বিপাকে। কখনো কখনো গাড়ির চাকা গর্তে ঢুকে গিয়ে বড় রকমের দুর্ঘটনার সম্মুখীন হয় এবং দীর্ঘ সময় যানজট লেগে থাকতে দেখা যায়। এই অবস্থায় দুই-একজন চালকের সাথে কথা বলে জানা যায়, তারা খুবই কষ্ট করে এইখান দিয়ে চলাচল করে। তারা সহজ ভাষায় বলে, যখন তারা এই স্থান পারাপার হয় তখন তাদের আত্মায় নাকি পানি থাকে না। মুখে আল্লাহ আল্লাহ বলে এই বিপদজনক জায়গা পার হয়। সরাইল সদরের চেয়ারম্যান আবদুল জব্বারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি এই বিষয়ে গত সমন্বয় কমিটির মিটিংয়ে কথা বলছি। তবে আগামী সমন্বয় কমিটির মিটিংয়ে এই বিষয়ে আমি আরো জোড়ালো ভূমিকা রাখবো। তিনি বলেন এর পরও যদি না হয় তাহলে আমি নিজ উদ্যোগে এই সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.