শ্রীবরদীতে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু

আরো ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হশেরপুরের শ্রীবরদীতে অগ্নিদগ্ধ হয়ে ইসমাইল (৫) নামে শিশুর মৃত্যু। ১৯ আগস্ট রোজ শুক্রবার সন্ধায়, উপজেলার ভেলুয়া ইউনিয়নের বারার চর বলিদা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইসমাইলের বাবা ঢাকায় রিকশা চালায়। নিহত ইসমাইল তার মা সহ নানা ইসহাক হোসেন ওরফে নেংরা’র বাড়িতে বসবাস করতো।
১৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন ঘরের জিনিসপত্র সরানোর সময় সবার অজান্তে ইসমাইল গোয়াল ঘরে ঢুকে পড়ে। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি।
বসতঘর, গোয়াল ঘর, খড়ের টিবি সহ আসবাবপত্র পুড়ে গেছে। এঘটনায় একটি শিশু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে ইসমাইলের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.