হারুনুর রশিদ শেরপুর
শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে দল থেকে অব্যাহতি পাওয়াবিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমানের (মোটরসাইকেলপ্রতিক) বিরুদ্ধে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে ভোটারদেরভয়-ভীতি প্রদর্শনসহ সন্ত্রাস, অবৈধ কালো টাকা ওসাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ করেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকএ্যাডভোকেট চন্দন কুমার পাল (আনারস প্রতিক)। শনিবারদুপুরে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদসম্মেলনে এই অভিযোগ করেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দন কুমার পাল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহীপ্রার্থী হওয়ায় হুমায়ুন কবীর রুমান দলীয় পদ হারানোর পরথেকেই তার মোটরসাইকেল প্রতিকের পক্ষে ভোটারদের নানাভাবেপ্রভাবিত করতে ভয়-ভীতি প্রদর্শনসহ কালো টাকার প্রলোভনেপ্রলুব্ধ করে আসছেন। জেলার বাইরে থেকে অপরিচিত সন্ত্রাসীপ্রকৃতির লোকজন নিয়ে এসে বিভিন্ন নেতা-কর্মীদের হুমকিদিচ্ছেন। সেইসাথে আনারস প্রতিকের প্রার্থীর ভোটারদেরমাঝে সৃষ্টি করছেন আতঙ্ক। কেবল তাই নয়, নির্বাচনী সুষ্ঠুপরিবেশ বিনষ্ট করতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেতার নির্বাচনী প্রচারণায় ও সভা-সমাবেশে ‘সব মুসলমান ভাইভাই, মোটরসাইকেলে ভোট চাই। হিন্দু চেয়ারম্যান নির্বাচিতহলে তার কাছ থেকে মসজিদ ও কবরস্থানের অনুদান নেওয়া বেদাতহবে। তিনি নির্বাচিত হলে জানাজায় শরিক হতে পারবেন না।তাই কোন মুসলমান ভোটার হিন্দু, বিধর্মী প্রার্থী চন্দনকুমার পালকে ভোট দিতে পারবেন না’- বলেও বক্তব্যে চরমসাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছেন। এছাড়া গত ১৩ অক্টোবরহুমায়ুন কবীর রুমান ও তার লোকজন সীমান্তের গজনী ও লাউচাপড়াপর্যটন কেন্দ্রসহ তার নিজস্ব কিছু গোপন আস্তানায়ভোটারদের ডেকে নিয়ে ভোট প্রদানের জন্য কোটি কোটি কালোটাকা বিতরণ করেছেন এবং এখনও যা চলমান রয়েছে।