চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছ ও কাঠাল পাতা বিক্রি করা নিয়ে বিরোধের জেরে সেলিম আলী (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গোরস্থান কমিটির বিরুদ্ধে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ধাই নগর ইউনিয়নের বামুনগাও গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের টনি মিয়া মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বামুনগাও কেন্দ্রীয় গোরস্থানের গাছ কেটে বিক্রি করেছেন মসজিদ কমিটি।এ নিয়ে রাতে সেলিম আলীর সঙ্গে গোরস্থান কমিটির বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে গোরস্থান কমিটির সভাপতি আব্দুল হামিদ (৫৫), নুরুল হক,(৪০), মেজর আলী (৪৫), তরিকুল তরিক (৪২) সেলিম আলীকে কিল ঘুষি মারতে থাকে। এতে ঘটনা স্থলেই মারা যান তিনি। তবে তিনি ও গোরস্থান কমিটির সদস্য ছিলেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহাম্মাদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরা দেহ উদ্ধার কোরে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা করলে প্রয়োজনীয় আইন অনুগ ব্যবস্থা নেওয়া হবে।