শিগগিরই ইউক্রেনে প্রথম যুদ্ধাপরাধের বিচারের রায়

আন্তরজাতীক আন্তর্জাতিক আরো প্রবাস
শেয়ার করুন...

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে এই প্রথম যুদ্ধাপরাধের বিচারে রায় দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ২১ বছর বয়সী ভাদিম শিশিমারিন নামের রাশিয়ান সেনা এক বেসামরিক নাগরিককে হত্যার কথা স্বীকার করেছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা দায় স্বীকার করেছেন জানিয়ে প্রসিকিউটররা বলেন, শিশিমারিনের গ্রুপটি যখন হামলার শিকার হয় তখন সে একটি ট্যাঙ্ক ডিভিশনকে কমান্ড করছিল। সে এবং আরও চার রুশ সেনা একটি গাড়ি চুরি করে এবং পাশ্ববর্তী এলাকা চুপাক্ষিভকাতে যায়। তারা ৬২ বছরের এক বৃদ্ধ লোককে গুলি করে হত্যা করে।

প্রসিকিউটরদের ভাষ্যমতে, শিশিমারিন ওই বেসামরিক লোকটিকে হত্যার নির্দেশ দেন। আর এটি করার জন্য একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত রুশ বাহিনীর দ্বারা সংঘটিত ১০ হাজারেরও বেশি যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে ইউক্রেন। তবে মস্কোর দাবি, তারা বেসামরিক লোকদের টার্গেট করছে না।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.