শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে কচুয়ায় শিক্ষকদের মানববন্ধন

আইন-অপরাধ আরো চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতাঃ
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা,নড়াইলে শিক্ষক লাঞ্চিত ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ও শিক্ষক সুরক্ষা আইন চাই, শিক্ষকদের নিরাপত্তা চাই এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন করেছে শিক্ষক নেতৃবৃন্দ।

রবিবার কচুয়া বিশ^রোড এলাকায় উপজেলা শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যাহ পাটওয়ারী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী আক্কাছসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ মৌন মানববন্ধনে অংশগ্রহন করেন।

এসময় বক্তারা শিক্ষক হত্যাকারী ও লাঞ্চনা করায় দৃষ্টান্তকারীদের শাস্তির দাবি জানান তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.