শাল্লায় জমকালো আয়োজনে শিক্ষক দিবস পালিত

আরো শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ সিলেট
শেয়ার করুন...

শাল্লায় বৈরি আবহাওয়া উপেক্ষা করেও জমকালো আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত হয়েছে। ৫অক্টোবর বেলা ১২টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ গণমিলনায়তন থেকে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিলনায়তনে এসে শেষ হয়। বেলা সাড়ে ১২টায় গণমিলনায়তনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আলাউদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাশ মিল্টন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কালীপদ দাশ, শিক্ষক অসীত রঞ্জন চক্রবর্তী, হাসিমিয়া ইসলামিয়া মাদ্রাসা সুপার আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা জাতিকে সুশিক্ষা প্রদানের মাধ্যেমে একটি দেশকে পরিবর্তন করতে পারেন। একটি শিক্ষিত স্মার্ট জাতি গঠনে ভূমিকা রাখতে এগিয়ে আসতে হবে শিক্ষকদেরই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার কোনো শেষও নেই। আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা বান্ধব সরকারকে আবারো ক্ষমতায় আনতে আপনাদেরই ভূমিকা রাখতে হবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সংবর্ধনা দেওয়া সিলেট-চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ চিৎ সাঁতারু সুদীপ্ত দাস এবং বুয়েটে চান্স পাওয়া শিক্ষার্থী নাঈমুর রহমানকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক/শিক্ষার্থীরা দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, কবিতা আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রায় ৫শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। ৪ঘণ্টব্যাপী অনুষ্ঠানের নানা পর্বে ছিল আনন্দঘন পরিবেশ। এমন সুন্দর ও জৌলুসপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আর হয়নি উপজেলায়। এমনটি বলছেন খোদ শিক্ষকরাই। দিবসটি এতো সুন্দরভাবে উদযাপন করতে পেরে আনন্দিত তারা।
বার্তা প্রেরক


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.