লালমনিরহাট সংবাদদাতাঃ
লালমনিরহাটে পানি বন্দি মানুষের মাঝে প্রানের ব্যাচ -৯৩ এর ত্রান বিতরন।ত্রান বিতরনে উপস্থিত ছিলেন প্রানের ব্যাচ -৯৩ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যাবসায়ী বদরুজ্জামান প্লাবন।
মঙ্গলবার (২১জুন)বিকেলে ৪টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুর্গম চরাঞ্চল, চর ফলিমারির বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়।প্রানের ব্যাচ-৯৩ এর উদ্দোগে পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন হয়,বিতরন কালে উপস্থিত ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,প্রানের ব্যাচ-৯৩ এর লালমনিরহাটের আহ্বায়ক ব্যাবসায়ী বদরুজ্জামান প্লাবন।
লালমনিরহাটে তিস্তা ও ধরলার নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়।ধরলা নদীর তীরবর্তী চর ফলিমারি,চর খারুয়া,বোয়ালমারি চর,চর কুলাঘাট, চর বাসুরিয়া,কলা খাওয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়ি ঘর,রাস্তাঘাট,খাল,ডোবা সহ ফসলি জমি তলিয়ে যায়।চর ফলিমারি চতুর্দিকে ধরলা নদী দ্বারা বেষ্টিত থাকায় দ্বীপ সাদৃশ্য চরফলিমারি পানিতে তলিয়ে যায়।বানভাসি এসব মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠন প্রানের ব্যাচ -৯৩ এর লালমনিরহাটের আহ্বায়ক বদরুজ্জামান প্লাবন এগিয়ে আসে।