লাকসাম সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:
লাকসাম উপজেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম বাইপাস সুরক্ষা সিটিতে মোহাম্মদ নূরে আলম মানিককে আহবায়ক, মোহাম্মদ আবুল হোসেন মিলন, মীর মোহাম্মদ আবু বাকার সিদ্দিক, মোহাম্মদ উল্লাহকে যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জনাকীর্ণ ও আনন্দঘন পরিবেশে মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, লাকসাম একটি জনবহুল জনপদ। এই অঞ্চলের লাখ লাখ লোক প্রতিদিন সিএনজি অটোরিকশায় যাতায়াত করেন। মালিক, শ্রমিক এবং যাত্রী সাধারণের স্বার্থে বৃহত্তর লাকসামের সিএনজি অটো রিকশার সার্ভিসগুলো স্ট্যান্ড ভিত্তিক স্ব স্ব মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে স্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন করা হবে। যাতে বৃহত্তর লাকসামে জনসাধারণের চলাচলে যাত্রীদের যাতায়াত কিলোমিটার অনুপাতে ভাড়া নির্ধারণ করে একটি সুশৃঙ্খল পরিবেশে এ ডিপার্টমেন্টের কার্যক্রম পরিচালনা করা যায় সে লক্ষ্যে আহবায়ক কমিটির সদস্যরা কাজ করে যাবেন।
এ সময় সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক মোঃ আব্দুস ছালাম, মোঃ শাহ আলম, জাহাঙ্গীর আলমসহ মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলকে লাকসাম উপজেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে টি-শার্ট উপহার দেয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.