
স্টাফ রিপোর্ট, লাকসাম:
সোমবার (১১ আগস্ট) লাকসাম গণ-উদ্যোগ স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রঞ্জিত চন্দ্র দাস। বক্তব্য রাখেন অভিভাবক সেলিম চৌধুরী হীরা, বদিউল আলম, শিক্ষক মাহবুবা, মেহেদী হাসান ও নার্গিস প্রমুখ।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ, শিক্ষার মান উন্নয়ন, শ্রেণিকক্ষ পাঠদানের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণ ও সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে প্রতিদিন উপস্থিতি নিশ্চিত করতে তাগিদদেন৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, আব্বাস উদ্দিন মিঠু, মিজানুর রহমান, জসিম উদ্দিন সহ অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ফলাফল ঘোষণার পর সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎকর্ষ অর্জনের জন্য অনুপ্রাণিত করা হয়।