লাকসাম আনোয়ার হোসেন তালুকদার স্কুল ও কলেজে বীরের মুখে বীর গাঁথা ও ফলাফল ঘোষনা

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামের অশ্বতলা বাদামতলী অজ পাড়াগাঁয়ে আনোয়ার হোসেন তালুকদার নিজ অর্থায়ানে ও ৪২শতক নিজেস্ব সম্পত্তির উপর ২০১০ সালে তার নিজ নামে স্কুলটি প্রতিষ্ঠিত করেন৷ গত ১০ বছর অনেক প্রতিকুলতার মাঝেও সফলতার সাথে স্কুলটি পরিচালনা করে আসছেন তিনি৷
আজ (৩০ ডিসেম্বর) স্কুল প্রঙ্গনে স্বাধীনতার রজতজয়ন্তি উপলক্ষে মুক্তিযোদ্ধাদে “বীরের মুখে বীর গাঁথা” স্মৃতি চারন ও পরীক্ষার ফলাফল ঘোষনা হয়েছে৷
এতে প্রথান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা৷
আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমান উল্ল্যাহ আমান, ডাঃ মোশারফ হোসেন মজুমদার, আজিজ উল্ল্যাহ, আজাদুর রহমান ফিরণসহ স্কুলের শিক্ষার্থীরা ও অভাবাবক বৃন্দ৷

প্রথান অতিথির বক্তবে বীর মুক্তি যোদ্ধা মনোহর আলী তোতা বলেন, বাদামতলীতে এমন প্রতাষ্ঠান গড়ে উঠা সত্যি এ গ্রামবাসীর জন্য ভাগ্যের ব্যাপার৷ তাই এই গ্রামের ঐতিহ্য উক্ত শিক্ষা প্রতিষ্ঠাটিকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান৷

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.