কুমিল্লার লাকসাম মমতাময়ী হাসপাতালের সামনে থেকে ৬ দিন আগে চুরি হওয়া সিএনজি গাড়ীটি গত রাতে নাঙ্গলকোট বটতলী ইউনিয়ন কাশিপুর গ্রাম থেকে তদন্ত কর্মকর্তা এসআই সোহেলে মিয়ার নেতৃত্বে গভীর রাতে উদ্ধার করতে সক্ষম হয়৷
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের জামাল আহমেদের ছেলে সাইফুল ইসলাম ২২কে চুরি যাওয়া সিএনজি সহ গ্রেফতার করে লাকসাম থানা পুলিশ৷
জানাযায়, ১৮ আগষ্ট চোর সাইফুল যাত্রী সেজে সিএনজিটি ভায়া নিয়ে লাকসাম মমতাময়ী হাসপাতালে আসে৷ ওখান থেকে কৌশলে ওই সিএজি চুরি করে পালিয়ে যায়৷
পরে সিএনজি চালক কারো সাহায্য নাপেয়ে স্থানিয় সাংবাদিকদের সাহায়তা চায়৷ স্থানিয় সাংবাদিকদের সহায়তায় হসপিটালের সিসি ক্যামরার ফুটেজ উদ্ধার করে পুলিসকে আইগত ব্যবস্থার অনুরোধ জানালে লাকসামের এসপি সার্কল মহিতুল ইসলাম বিষয়টিকে আমলে নিয়ে সিএনজি উদ্ধারের নির্দেশ দেন৷
এর ধারাবাহিকতায় ২৫ আগষ্ট গভীর রাতে সিএনজিটি উদ্ধার করে লাকসাম থানার পুলিশ৷
এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনসার্জ মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করেন৷