লাকসামে সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কারাতে ম্যাট উদ্বোধন

আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সারিয়া চৌধুরী ঃ
লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ম্যাট কারাতে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাকসাম উপজেলা কারাতে একাডেমির সভাপতি নার্গিস সুলতানা।

অনুষ্ঠানটির আয়োজন করে লাকসাম সিতোরিউ কারাতে-দো এসোসিয়েশন এবং সার্বিক সহযোগিতায় ছিল লাকসাম উপজেলা কারাতে একাডেমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, সৈয়দ মিজানুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইউনুছ মজুমদার, সেনসি নাজমুল হাসান এবং প্রশিক্ষক হারুনুর রশিদ সুমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারাতে কেবল আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও মার্শাল আর্ট প্রশিক্ষণের বিকল্প নেই বলেও মত দেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে নার্গিস সুলতানা বলেন, নিয়মিত ক্রীড়া ও মার্শাল আর্ট চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন সব সময় ইতিবাচক ক্রীড়া কার্যক্রমের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ম্যাট কারাতে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় কারাতে প্রশিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের কারাতে প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে এবং উপস্থিত অতিথিরা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *