লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম থেকে প্রকাশিত সাপ্তাহিক লাকসাম বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদসহ পত্রিকার তিন জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিস দিয়েছেন পত্রিকা থেকে সদ্য অব্যাহতি নেয়া সম্পাদনা সহকারী ও কম্পিউটার অপারেটর মোঃ আবুল কালাম।
জানা গেছে, সাংবাদিক মোঃ আবুল কালাম একান্ত ব্যক্তিগত সমস্যা হেতু লিখিতভাবে ওই পত্রিকা থেকে ১৮ অক্টোবর অব্যাহতি নেন। এ সময় পর্যন্ত তিনি প্রায় ১১ মাসের বেতন ভাতাদি পাওনা আছেন। ২৭ অক্টোবর অব্যাহতি পত্র গৃহীত হওয়ার পরদিন ২৮ অক্টোবর বেতন ভাতাদি পরিশোধ না করে উপরন্তু ওই সাংবাদিকের নামে অনৈতিক ও বেআইনিভাবে এ পত্রিকায় ‘সকলের জ্ঞাতার্থে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ শিরোনামে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মানসম্মান ক্ষুন্ন করে।
অপরদিকে, সাংবাদিক আবুল কালামের ব্যক্তিগত সম্মান হানিসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বেআইনিভাবে লাকসাম বর্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শহিদুল্লাহ ভুইয়া বিজ্ঞপ্তিটি লাল রঙের হেডিং দিয়ে কাটিং করে স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন জনের ম্যাসেঞ্জারে প্রচার করতে থাকেন।
লিগ্যাল নোটিসে ওই সাংবাদিকের বেতন ভাতাদি পরিশোধসহ প্রকাশিত বিজ্ঞপ্তির জন্য ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য অনুরোধ জানানো হয়। অন্যথায় আদালতের মাধ্যমে বিষয়টির প্রতিকার হবে বলে লিগ্যাল নোটিসে উল্লেখ করা হয়।
পত্রিকার নির্বাহী সম্পাদক ও অস্থায়ী প্রকাশক কামাল হোসেনকে ও নোটিস দেয়া হয়।