লাকসাম প্রতিনিধিঃ
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাকসাম উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে লাকসাম পৌরসভার রাজঘাট হোসেন মিস্ সংলগ্ন জামিয়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি এম.এ মান্নানের আয়োজনে ও সঞ্চালনায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধ নুরুল ইসলামের কর্মময় জীবনী নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী আবদুল কুদ্দুস, এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, প্রেসক্লাবে’র সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন।
এসময় তারা বলেন, মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪১টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন আপসহীন এই কর্মবীর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম । তার মালিকানাধীন যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় শপিংমল।
এছাড়া যমুনা ইলেট্রনিক্স, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। সৃষ্টি করেছেন অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন। রক্তচক্ষুর ভয়ে নীতি থেকে কখনো একচুলও পিছপা হননি।
এছাড়াও দেশকে নিয়ে বিশাল স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চিরনিদ্রায় শায়িত হন তিনি। আর সাহসী কর্মই শিল্পের এই মহানায়ককে অমর করে রেখেছে।শিল্পপতি নুরুল ইসলাম তার কর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
আলোচনা শেষে কোরআনখানির ও দোয়া মোনাজাত পরিচালনা করেন দৌলতগঞ্জ রেল স্টেশন মসজিদের খতিব মাওলানা মো.জাকির হোসেন সিদ্দিকী।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, লাকসাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, পৌরসভার কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু, লাকসাম সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গনজাগরণ জেলা প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, থানার পুলিশের উ-পরিদর্শক (এস আই) আনোয়ার হোসেন, জামিয়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মেজবাহ উদ্দিন, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, সাপ্তাহিক কুমিল্লা নির্বাহী সম্পাদক জাফর আহমেদ,আজকের কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল খায়ের, সাপ্তাহিক সময়ের দর্পন স্টাফ রিপোর্টার শাহ নুর আলম, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আবদুর রশিদ, দৈনিক প্রথমকথা আদুল জলিল, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি রিয়াদ ভূইয়া, দৈনিক সমাচার প্রতিনিধি রবিউল হোসেন সবুজ, সিএনএন বাংলা রিপোর্টার মোহাম্মদ জাহিদ, সমাজ সেবক জালাল উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।
মোনাজাতে’র শেষে শতাধিক হাফিজিয়া মাদ্রাসার কোরান হাফেজ ছাত্র, জনপ্রতিনিধি ও এলাকায় ব্যবসায়ীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।