কুমিল্লার লাকসামে ভাষা সৈনিক এবং ‘সাপ্তাহিক লাকসাম’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুল জলিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে পৌরসভার বাতাখালি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবদুল জলিল-নুর জাহান স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ (দুপ্রক) কমিটির সভাপতি সাংবাদিক আবদুল কুদ্দুস।
সাংবাদিক-কলামিষ্ট এম.এস দোহা’র সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মেহেদী হাসান জিতু, আল খিদমাহ স্পেশালাইজড ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হেলাল, বাংলাদেশ প্রতিদিন এর কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভাষা সৈনিক ও সাংবাদিক আবদুল জলিলের বড় ছেলে সাপ্তাহিক লাকসাম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ ও ছোট ছেলে কামরুজ্জামান সুজন।