কুমিল্লার লাকসামে উপমহাদেশের প্রথম নারী নবাব ও মহিয়সি নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বসত বাড়িটিকে সংস্কার করে জাদুঘর হিসাবে উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে এটি পরিচালিত হবে।
সোমবার (৬ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন ,শেখ হাসিনার সরকার দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় নবাব ফয়জুন্নেছার বাড়িটিকে জাদুঘরে রুপান্তরিত করার উদ্যোগ নেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে সারা দেশের মানুষ নবাব ফয়জুন্নেছা সম্পর্কে জানতে পারবে এবং এই জাদুঘরটি অত্র অঞ্চলের পর্যটন খাতকে সমৃদ্ধ করবে।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে ও অধ্যাপক আরাফাত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব আবদুল মান্নান, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভুইয়া,লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের এবং আরও অনেকে।