
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে পৌরসভার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একই কর্মসূচি শুরু হয়।
এবারের কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮ হাজার ৪৩৫ জন শিশু এবং পৌরসভার প্রায় ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, প্রথম দিনেই উপজেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৯৫ দশমিক ৭ শতাংশ এবং পৌরসভা এলাকায় ৮৭ শতাংশ।
তিনি আরও বলেন,টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এ রোগ প্রতিরোধে নিরাপদ ও কার্যকর ‘টিসিভি’ (Typhoid Conjugate Vaccine) বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে আশীর্বাদ হিসেবে বিবেচিত। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এ টিকা নিতে হবে, যাতে তারা টাইফয়েডের ঝুঁকি থেকে নিরাপদ থাকে।