লাকসামে জামায়াতের সেক্রেটারি জেনারেলের কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি সভা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

দেলোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি
আগামী ১৮ এপ্রিল লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরোয়ারের কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা রেস্তোরাঁ পার্টি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, ইসলামী ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ মাহবুবুল হক, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার, শ্যামপুর থানা জামায়াতের আমীর আব্দুর রব ফারুকী, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসরত ছাত্রশিবির ও জামায়াতের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ কর্মী সম্মেলন সফলভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ, দিকনির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *