লাকসামে জামায়াতের বিজয় র‌্যালি ও সমাবেশ

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামি লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাকসাম উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় র‌্যালিতে নেতৃত্ব দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি শোষকদের হাত থেকে আমাদের বাকস্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সুস্থতা ও উত্তম জাজা কামনা করে ড. সরওয়ার ছিদ্দিকী বলেন, পাঁচই আগস্টের পটপরিবর্তন না হলে আমরা এ বিজয় র‌্যালি করতে পারতাম না, সতের বছরের ঘষেটি বেগমের শাসনের অবসান হতো না। যদি ৫ই আগস্ট এর পট পরিবর্তন না হতো তাহলে একদল সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনিদের হাত থেকে এ দেশ স্বাধীন হতো না।
তিনি বলেন, আজ আমাদের ডাবল বিজয়। আজ একাত্তরের বিজয় এবং পাঁচই আগস্টের বিজয়। তবে চূড়ান্ত বিজয় সেদিন হবে, যেদিন এদেশে কোরআন বিজয়ী হবে, দ্বীন কায়েম হবে। সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে- যেদিন ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হবে, জালিম জুলুম করতে পারবে না, মজলুম অধিকার ফিরে পাবে; সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। বাংলাদেশ জামায়তে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কোরআন-সুন্নাহর আদলে একটি আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ করছে। আমরা আশা করি ৫ তারিখের পট পরিবর্তনের পর এদেশের মানুষের কাছে ইসলাম সম্পর্কে, ইসলামী আইন সম্পর্কে, কোরআন সুন্নাহর আইন সম্পর্কে যে আগ্রহ সৃষ্টি হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে- সেদিন আর বেশি দূরে নয়; এদেশে কোরআনের বিজয় অবিশ্যম্ভাবী ইনশাআল্লাহ!

র‌্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ, জামায়াত নেতা মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহআলম, নুরে আলম, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ডের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, পৌরসভা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের কলেজ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.