লাকসামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ‘রোকেয়া দিবস’ এবং এবং ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ‘রোকেয়া দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন জয়ীতাকে সংবর্ধণা, ক্রেস্ট, সনদপত্র এবং উত্তোরীয় প্রদান করা হয়।
ওইদিন বেলা ১১ টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কায়সার হামিদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহীনূর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবদুর রহমান বাদল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নুর হোসেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কালের কন্ঠ’র লাকসাম প্রতিনিধি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সংবর্ধিত জয়ীতাদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উমা ঘোষ এবং পান্না আক্তার।

অনুষ্ঠানে বক্তারা, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পাশাপাশি ভারত উপমহাদেশের একমাত্র মহিলা নবাব নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ দেশে ‘ফয়জুন্নেছা দিবস’ পালন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্য বইয়ে এই মহিয়সী নারীর কর্মময় জীবনী সংযুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়ীতাকে সম্মননা ক্রেস্ট, সনদপত্র এবং উত্তোরীয় প্রদান করা হয়।
জয়ীতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রমের মাইরিন মজুমদার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও পুরান বাজারের বাসিন্দা উমা ঘোষ, সফল জননী নারী উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মাহমুদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রমের আনঞ্জুমান আরা ইতি এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী লাকসাম পৌরসভার উত্তর বাজার এলাকার বাসিন্দা পান্না আক্তার।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ‘রোকেয়া দিবসের আলোচনা অনুষ্ঠানের আগে সকাল ১০টায় ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.