মোশারফ হোসেন, রামগড়
খাগড়াছড়ির রামগড় বাজার এলাকায় ৪টি ফল দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ নভেম্বর সকালে অঞ্চলিক মহাসড়কের পাশ্বে রামগড় বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কতৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ইসমত জাহান তুহিন বলেন, আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ফল দোকান বসে বিক্রি করার অপরাধে ও কৃষি বিপণন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় ফল দোকান মালিকদের সর্তক করে ১ হাজার হারে ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন জনসার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন রামগড় বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ভ্রাম্যমান আদালত পরিচালনার প্রশাসনিক টিম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।