জহুরুল ইসলাম হালিমঃ সারা বাংলাদেশে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় (২৮মে) শনিবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহি অফিসার আম্বিয়া সুলতানা উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা মুলক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১টি ক্লিনিক, ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবাসহ ৪টি প্রতিষ্ঠান বন্ধ করে সিলগালা করে দিয়েছেন। একটি প্রতিষ্ঠানের মালিকের ১৫দিনের জেল ও ৫হাজার টাকা জরিমানা করেছে। অন্যগুলাকে সতর্ক করে দেয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার সুমন কুমার, স্যানিটেশন ইন্সপেক্টর মো. পনিরুজ্জামান পনির, ও থানার এস, আই মো. আসাদুজ্জামান রিপনসহ স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।